• ঢাকা
  • সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

কমলনগরে রাষ্ট্রীয় মর্যাদায় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ১১ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ০৮:২৫ পিএম;
কমলনগরে রাষ্ট্রীয় মর্যাদায় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন 
কমলনগরে রাষ্ট্রীয় মর্যাদায় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন 

লক্ষ্মীপুরের কমলনগরের চর পাগলায় স্বাধীনতা যুদ্ধকালীন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র সাংবাদিক আবদুর রাজ্জাকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।.

বুধবার সকাল ১১ টায় স্থানীয় মাঠ প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেওয়া হয়। কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুজ্জামান তার মরদেহে পুষ্পমাল্য অর্পন করেন। এ সময় কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মোসলেহ উদ্দীনের নেতৃত্বে একটি চৌকশ দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন।.

এর আগে জানাজা নামাযে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সফিক উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি, কমলনগর প্রেসক্লাব সভাপতি মোঃ আনোয়ার হোসেন প্রমুখ অংশগ্রহণ করেন।.

উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক গত মঙ্গলবার (১০ মে) রাতে নিজ বাড়ীতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। মৃত্যুকালে তাঁর স্ত্রী ও সন্তান রেখে যান। পরে নিজ বাড়ীর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।. .

ডে-নাইট-নিউজ / কমলনগর প্রতিনিধিঃ

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ